You can always press Enter⏎ to continue
স্বাগতম!

স্বাগতম!

আপনার বিষন্নতা, উদ্বেগ ও মানসিক চাপের মাত্রা পরিমাপ করার জন্য এই স্ক্রিনিং টেস্ট আপনাকে সাহায্য করবে। এই টেস্ট করার পরে আপনি চাইলে ইমেইলের মাধ্যমে টেস্ট রিপোর্ট পেতে পারবেন।
23Questions
Language
  • Bengali
  • English (UK)
  • 1
    -
    Pick a Date
    Press
    Enter
  • 2
    Press
    Enter
  • 3

    অবহিতকরণ সম্মতিপত্র


    এই ফর্মটি নিজে পূরণ করার জন্য তৈরি একটি স্কেল যা বিষন্নতা, উদ্বেগ এবং চাপের ফলে তৈরি নেতিবাচক মানসিক অবস্থাগুলো পরিমাপ করে। সর্বজনীন এবং ক্লিনিক্যালি উল্লেখযোগ্য আবেগিক অবস্থা পরিমাপ করে এটি আপনার বিষন্নতা, উদ্বেগ বা মানসিক চাপের তীব্রতা বা মাত্রা সম্পর্কে তথ্য দিবে।

    • এই ফর্মে পূরণকৃত তথ্যাবলী লাইফস্প্রিং-এর নিকট সংরক্ষিত থাকবে। ব্যক্তিকে সনাক্ত করা যায় এমন কোন পরিচিত তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে না।
    • এই টেস্টের জন্য আপনাকে অবশ্যই ১৪ বছর তা তদূর্ধ্ব বয়সী হতে হবে।
    • এই ফর্মে পূরণকৃত তথ্যাবলী পরবর্তী সময়ে আমরা গবেষণা ও উন্নয়ন কাজে ব্যবহার করতে পারি।
    • আপনি চাইলে এই টেস্টের রিপোর্টটি আপনার ইমেইলে নিতে পারবেন। রিপোর্টটি বাংলায় তৈরি হবে।
    • সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে আপনার ৭ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে।
    • আপনার সম্মতি দিতে পরের পৃষ্ঠায় যান। 

     

     

    Scientific Reference for this tool:

    1. Official webpage
    2. Lovibond, S.H. & Lovibond, P.F. (1995). Manual for the Depression Anxiety & Stress Scales. (2 Ed.)Sydney: Psychology Foundation.
    3. Translated and Validated by Dr S M Abu Hena Mostafa Alim, BSMMU, Bangladesh



     

     
    Press
    Enter
  • 4
    Press
    Enter
  • 5
    Press
    Enter
  • 6
    Press
    Enter
  • 7
    এখানে কোন সঠিক বা ভুল উত্তর নেই। কোন বিবৃতির জন্য বেশী সময় ব্যয় করবেন না। মানদন্ডটি ( রেটিং স্কেল) নিম্নরূপ: ০ = আমার জন্য একেবারেই প্রযোজ্য নয়; ১ = আমার জন্য অল্প মাত্রায় বা কখনো কখনো প্রযোজ্য; ২ = আমার জন্য বেশ কিছুমাত্রায় বা বেশ খানিকটা সময়ের জন্য প্রযোজ্য; ৩ = আমার জন্য খুব বেশী বা বেশীরভাগ সময়ের জন্য প্রযোজ্য
    1 of 21
    Press
    Enter
  • 8

    এই পেইজে দেখানো স্কোর বা মানগুলো আপনার দেয়া উত্তর থেকে পাওয়া গিয়েছে। এগুলো কোনভাবেই আপনার মধ্যে কোন রোগ নির্ণয় করছে না। তবে রোগ নির্ণয়ের জন্য এই স্কোরগুলো কাজে লাগতে পারে।

    আপনার স্কোরগুলো কোনটা কত মাত্রার সমস্যা ইংগিত করছে, তা জানার জন্য পরবর্তী পেইজে যান।তবে সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য এবং আপনার করণীয় সম্পর্কে জানতে চাইলে আপনি একজন মানসিক স্বাস্থ্য সেবাদাতার পরামর্শ নিতে পারেন।

    *******

    আপনার মানসিক চাপের স্কোর : {input35}
    আপনার উদ্বেগের স্কোর :  {input36}
    আপনার বিষন্নতার স্কোর : {input37}
    Press
    Enter
  • 9
    Press
    Enter
  • 10
    Press
    Enter
  • 11
    Press
    Enter
  • 12
    Press
    Enter
  • 13

    মানসিক চাপের স্কোর ০ থেকে ১৪ এর মধ্যে হলে, তা স্বাভাবিক মাত্রার মানসিক চাপ বোঝায়।

    অর্থাৎ

    আপনার মানসিক চাপের মাত্রা স্বাভাবিক রয়েছে।

     

    Press
    Enter
  • 14

    মানসিক চাপের স্কোর ১৫ থেকে ১৮ এর মধ্যে হলে, তা মৃদু মাত্রার মানসিক চাপ বোঝায়।

    অর্থাৎ

    আপনার মৃদু মানসিক চাপের লক্ষণ রয়েছে।

    মৃদু মানসিক চাপে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া আবশ্যিক নয়, তবে প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে সম্পূর্ণ চাপমুক্ত বোধ করতে সহায়তা করতে পারে।

    Press
    Enter
  • 15

    মানসিক চাপের স্কোর ১৯ থেকে ২৫ এর মধ্যে হলে, তা মাঝারি মাত্রার মানসিক চাপ বোঝায়।

    অর্থাৎ

    আপনার মাঝারি মানসিক চাপের লক্ষণ রয়েছে।

    মাঝারি মানের মানসিক চাপে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং বিলম্বিত প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন করতে পারে।

    Press
    Enter
  • 16

    মানসিক চাপের স্কোর ২৬ থেকে ৩৩ এর মধ্যে হলে, তা তীব্র মাত্রার মানসিক চাপ বোঝায়।

    অর্থাৎ

    আপনার তীব্র মানসিক চাপের লক্ষণ রয়েছে।

    তীব্র মানসিক চাপে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং এক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে ঔষধ গ্রহণ করার প্রয়োজন হতে পারে।

    Press
    Enter
  • 17

    মানসিক চাপের স্কোর ৩৪ থেকে ৪২ এর মধ্যে হলে, তা খুবই তীব্র মাত্রার মানসিক চাপ বোঝায়।

    অর্থাৎ

    আপনার খুব তীব্র মানসিক চাপের লক্ষণ রয়েছে।

    খুব তীব্র মানসিক চাপে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে সাথে কিছুটা বাড়তি ডোজের ঔষধ সেবন প্রয়োজন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবার পরামর্শও দেয়া হয়ে থাকে।

    Press
    Enter
  • 18
    Press
    Enter
  • 19

    উদ্বেগের স্কোর ০ থেকে ৭ এর মধ্যে হলে, তা স্বাভাবিক মাত্রার উদ্বেগ বোঝায়।

    অর্থাৎ

    আপনার উদ্বেগের মাত্রা স্বাভাবিক রয়েছে।

    Press
    Enter
  • 20

    উদ্বেগের স্কোর ৮ থেকে ৯ হলে, তা মৃদু মাত্রার উদ্বেগ থাকা বোঝায়।

    অর্থাৎ

    আপনার মৃদু উদ্বেগের লক্ষণ রয়েছে।

    মৃদু উদ্বেগের ক্ষেত্রে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া আবশ্যিক নয়, তবে প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে সম্পূর্ণ উদ্বেগমুক্ত থাকতে সহায়তা করতে পারে।

    Press
    Enter
  • 21

    উদ্বেগের স্কোর ১০ থেকে ১৪ এর মধ্যে হলে, তা মাঝারি মাত্রার উদ্বেগ থাকা বোঝায়।

    অর্থাৎ

    আপনার মাঝারি উদ্বেগের লক্ষণ রয়েছে।

    মাঝারি মানের উদ্বেগে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং বিলম্বিত প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন করতে পারে।

    Press
    Enter
  • 22

    উদ্বেগের স্কোর ১৫ থেকে ১৯ এর মধ্যে হলে, তা তীব্র মাত্রার উদ্বেগ থাকা বোঝায়।

    অর্থাৎ

    আপনার তীব্র উদ্বেগের লক্ষণ রয়েছে।

    তীব্র উদ্বেগের ক্ষেত্রে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং এক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে ঔষধ গ্রহণ করার প্রয়োজন হতে পারে।

    Press
    Enter
  • 23

    উদ্বেগের স্কোর ২০ থেকে ৪২ এর মধ্যে হলে, তা খুবই তীব্র মাত্রার উদ্বেগ থাকা বোঝায়।

    অর্থাৎ

    আপনার খুব তীব্র উদ্বেগের লক্ষণ রয়েছে।

    খুব তীব্র উদ্বেগের ক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে সাথে কিছুটা বাড়তি ডোজের ঔষধ সেবন প্রয়োজন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবার পরামর্শও দেয়া হয়ে থাকে।

    Press
    Enter
  • 24
    Press
    Enter
  • 25

    বিষন্নতার স্কোর ০ থেকে ৯ এর মধ্যে হলে, তা স্বাভাবিক মাত্রার বিষন্নতা বোঝায়।

    অর্থাৎ

    আপনার বিষন্নতার মাত্রা স্বাভাবিক রয়েছে।

    Press
    Enter
  • 26

    বিষন্নতার স্কোর ১০ থেকে ১৩ এর মধ্যে হলে, তা মৃদু মাত্রার বিষন্নতা বোঝায়।

    অর্থাৎ

    আপনার মৃদু বিষন্নতার লক্ষণ রয়েছে।

    মৃদু বিষন্নতার ক্ষেত্রে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া আবশ্যিক নয়, তবে প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে বিষন্নতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে সহায়তা করতে পারে।

    Press
    Enter
  • 27

    বিষন্নতার স্কোর ১৪ থেকে ২০ এর মধ্যে হলে, তা মাঝারি মাত্রার বিষন্নতা বোঝায়।

    অর্থাৎ

    আপনার মাঝারি বিষন্নতার লক্ষণ রয়েছে।

    মাঝারি মানের বিষন্নতায় কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং বিলম্বিত প্রফেশনাল কাউন্সেলিং আপনাকে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন করতে পারে।

    Press
    Enter
  • 28

    বিষন্নতার স্কোর ২১ থেকে ২৭ এর মধ্যে হলে, তা তীব্র মাত্রার বিষন্নতা বোঝায়।

    অর্থাৎ

    আপনার তীব্র বিষন্নতার লক্ষণ রয়েছে।

    তীব্র বিষন্নতার ক্ষেত্রে কাউন্সেলিং-এর সহায়তা নেয়া প্রয়োজন এবং এক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে ঔষধ গ্রহণ করার প্রয়োজন হতে পারে।

    Press
    Enter
  • 29

    বিষন্নতার স্কোর ২৮ থেকে ৪২ এর মধ্যে হলে, তা খুবই তীব্র মাত্রার বিষন্নতা বোঝায়।

    অর্থাৎ

    আপনার খুব তীব্র বিষন্নতার লক্ষণ রয়েছে।

    খুব তীব্র বিষন্নতার ক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং-এর সাথে সাথে কিছুটা বাড়তি ডোজের ঔষধ সেবন প্রয়োজন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবার পরামর্শও দেয়া হয়ে থাকে।

    Press
    Enter
  • 30
    Press
    Enter
  • 31
    Press
    Enter
  • 32
    Press
    Enter
  • 33
    Press
    Enter
  • 34
    Press
    Enter
  • 35
    Press
    Enter
  • 36
    যেমন, কারো নাম জয়নাল আবেদীন হলে সে লিখবে J
    Press
    Enter
  • 37
    Press
    Enter
  • 38
    যেমন, কারো নাম জয়নাল আবেদীন হলে সে লিখবে N
    Press
    Enter
  • 39
    Press
    Enter
  • 40
    (ইংরেজিতে লিখুন)
    Press
    Enter
  • 41
    • প্রাথমিক শিক্ষা প্রাপ্ত
    • মাধ্যমিক অসমাপ্ত
    • মাধ্যমিক বা সমমান
    • উচ্চ-মাধ্যমিক বা সমমান
    • স্নাতক বা সমমান
    • স্নাকোত্তর বা সমমান
    • ডক্টরেট
    Press
    Enter
  • 42
    • ছাত্র
    • গৃহিণী
    • সরকারি চাকুরী
    • বেসরকারি চাকুরী
    • উদ্যোক্তা
    • ব্যবসা
    • পেশাজীবী
    • অবসরপ্রাপ্ত
    • ভলান্টিয়ার
    • কর্মহীন
    Press
    Enter
  • 43
    • অবিবাহিত
    • বিবাহিত
    • বিপত্নীক
    • বিধবা
    Press
    Enter
  • 44
    • সম্পর্কে নেই
    • একটি সম্পর্ক আছে
    • একাধিক সম্পর্ক আছে
    Press
    Enter
  • 45
    • ইসলাম
    • হিন্দু
    • খ্রিস্টান
    • বৌদ্ধ
    • নাস্তিকতা
    • অন্য
    Press
    Enter
  • 46
    • ১০ হাজারের নিচে
    • ১০ থেকে ২০ হাজারের মধ্যে
    • ২০ থেকে ৩০ হাজারের মধ্যে
    • ৩০ থেকে ৫০ হাজারের মধ্যে
    • ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে
    • ১ লক্ষ থেকে আড়াই লক্ষের মধ্যে
    • আড়াই লক্ষের বেশি
    Press
    Enter
  • 47
    • গ্রামাঞ্চল
    • মফস্বল
    • শহরাঞ্চল
    Press
    Enter
  • 48
    • প্রবাসে
    • বরিশাল
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • খুলনা
    • ময়মনসিংহ
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    Press
    Enter
  • 49
    • সঙ্গী
    • পরিবার
    • বন্ধুবান্ধব
    • আত্নীয়-স্বজন
    • সমাজ
    • পড়াশোনা
    • কাজকর্ম
    • অর্থ-সম্পদ
    • শারীরিক অসুস্থতা
    • মানসিক অসুস্থতা
    • উপরের কোনটিই নয়
    Press
    Enter
  • 50
    Press
    Enter
  • 51
    Please Select
    • Please Select
    • কালো
    • সবুজ
    • গোলাপি
    • লাল
    • সাদা
    • হলুদ
    Press
    Enter
  • 52
    Press
    Enter
  • 53
    Please Select
    • Please Select
    • বই পড়া
    • কনসার্ট
    • সিনেমা
    • কেনাকাটা
    • টিভি দেখা
    • ভিডিও গেমস
    Press
    Enter
  • 54
    Press
    Enter
  • 55
    Press
    Enter
  • Should be Empty:
Question Label
1 of 55See AllGo Back
close